বাংলাদেশের বিপুল সংখ্যক অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক সেবা দেশের কোটি কোটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে এ সকল উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। প্রদত্ত এ সকল সেবার গুণগতমান নির্ভর করছে দক্ষ নেতৃত্ব এবং উন্নত ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপর। উন্নয়ন কর্মকান্ড এবং সংশ্লিষ্ট সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বুরো বাংলাদেশ নিজস্ব অর্থায়নে FNB এর সম্মানিত সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগনের জন্য বুরো বাংলাদেশের নবনির্মিত মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, বগুড়ায় গত ১৫-১৭ নভেম্বর ২০২২ পর্যন্ত ০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানসমূহের ২৯ জন হিসাব ব্যবস্থাপকবৃন্দ।